প্রান্তকণ্ঠ বার্তাকক্ষ
নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের উপপরিচালক (অতি.দা.) মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, গ্রাম আদালত প্রান্তিক মানুষের আশা-আকাঙ্ক্ষার জায়গা। এটি একটি মহৎ উদ্যোগ। একটা মানুষ যদি তার ছোটখাটো একটা সমস্যা নিয়ে উচ্চতর আদালতে যায়, তখন তার ভোগান্তি কতটুকু হবে তা আপনারা ভেবে দেখুনতো! প্রাতিষ্ঠানিকভাবে গ্রাম আদালতকে আরো শক্তিশালী করতে হবে। আর এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।