নিজস্ব প্রতিবেদক : 

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই জনকল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাইজদী আল-ফারুক একাডেমি স্কুল ও নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

এবারের অনুষ্ঠিত পরীক্ষায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৯৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বসিত। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেছেন।

অভিভাবকরা জানান, এমন আয়োজন শিশুদের মেধা বিকাশের পাশাপাশি তাদের উৎসাহ জোগাবে এবং আগামী দিনে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

আয়োজক সংস্থার সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আমির হোসেন রহিম, ইসমাইল হোসেন বাবুল, ফারুক হোসেন বকুলসহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা পরীক্ষার দিন উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠান নোয়ান্নই জনকল্যাণ সংস্থার প্রতিনিধিরা জানান, তারা দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে নানা জনকল্যাণমূলক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন।