প্রান্তকণ্ঠ বার্তাকক্ষ

আগামি বছরের শুরুতেই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ আসর বসবে ভারত-শ্রীলঙ্কায়।

 টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে এখনই। লড়াই চলবে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে, আর আয়োজনের দায়িত্ব দুই দেশ ভারত ও শ্রীলঙ্কার। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের পাঁচটি শহর এবং শ্রীলঙ্কার দুই ভেন্যুতে। শিরোপা নির্ধারণী লড়াই আয়োজন নিয়েও রাখা হয়েছে ভিন্ন পরিকল্পনা। পাকিস্তান ফাইনালে উঠলে কলম্বোতে হবে ফাইনাল, অন্যথায় খেলা বসবে আহমেদাবাদের সুবিশাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। রাজনৈতিক কারণে ভারত ও পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবারের বিশ্বকাপে থাকছে মোট ২০ দল। যেখানে জায়গা করে নিয়েছে ১৫টি দেশ। দেশগুলো হলো-ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া,  ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি।  সম্ভাব্য সময়সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং ফাইনাল হবে ৮ মার্চ।

ইতালির জন্য এটি হবে প্রথম বিশ্বকাপ অভিষেক। বাছাইপর্ব থেকে আসবে অবশিষ্ট পাঁচ দল। যেখানে আফ্রিকা অঞ্চল থেকে যোগ দেবে দুটি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আসবে তিনটি দল।

 প্রথম পর্বে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ২০ দল। প্রতি গ্রুপ থেকে দুই দল যাবে সুপার এইটে। সেখানে আবার দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে সেরা আট দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সেমিফাইনালে, এরপরই চুড়ান্ত হবে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী।