প্রান্তকণ্ঠ বার্তাকক্ষ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এসময় জলদস্যুরা নিশান উদ্দিন নামে এক জেলেসহ ট্রলারে থাকা মাছ, জাল, জ্বালানী তেল ও সকল আসবাবপত্র লুট করে নিয়ে যায়। জলদস্যুদের হামলায় আহত হয়েছে ৫ জেলে।

সোমবার ভোরের দিকে ঘাটে ফিরে এসে জেলেরা এসব তথ্য জানায়। এর আগে শনিবার ভোর চারটার দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে এ হামলার ঘটনা ঘটে। অপহৃত নিশান উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাগপাশন গ্রামের মো. সারু স্যারাং এর ছেলে ।

জেলেরা জানান, মাঝি ও জেলেসহ তাদের নৌকায় মোট ১৬জন ছিল। গত বৃহস্পতিবার সাগরে মাছ ধরতে যায় তারা। শনিবার ভোরে ট্রলারে হঠাৎ জলদস্যুরা আক্রমন করে। কিছু বুঝে উঠার আগে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে অনেককে। এতে ৪ জন সাগরে লাফিয়ে পড়ে ভাসতে থাকে । পরে তাদের উদ্ধার করা হয়।

জলদস্যুরা ট্রলারের সকল মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তারা ইঞ্জিনের বিভিন্ন অংশ ভেঙে দিয়ে বিকল করে ফেলে যায়। এসময় তারা নিশান উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে জেলেরা অনেক চেষ্টা করে ট্রলারের ইঞ্জিন মেরামত করে ঘাটে ফিরে আসে।

জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডাকাতি হওয়ার ঘটনা শুনেছি। এই বিষয়ে জেলেরা এখনও কোন অভিযোগ দেয়নি। তবে নিখোঁজ জেলের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।