প্রান্তকণ্ঠ বার্তাক্ক্ষ:
উচ্চপর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে নিরাপদ অভিবাসন, যা বর্তমানে বাংলাদেশ ও ইতালি উভয় দেশের জন্যই গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, বৈঠকে বিশেষভাবে আলোচনা করা হয় সমুদ্রপথে বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন ও এর ভয়াবহ মানবিক পরিণতি নিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে বহু বাংলাদেশি তরুণ জীবন ঝুঁকিতে ফেলে ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছেন। এর ফলে নৌকাডুবি ও অন্যান্য দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটছে, যা শুধু বাংলাদেশ নয়, ইতালিকেও গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে নিরাপদ, সুশৃঙ্খল ও আইনসঙ্গত অভিবাসন নিশ্চিত করার জন্য দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটও একটি উল্লেখযোগ্য আলোচ্য বিষয় ছিল। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আশ্বাস দেন যে, ইতালি আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে। এতে করে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
তাছাড়া বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক প্রসারের বিষয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে ইতালির দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের প্রস্তাব দেন। জবাবে প্রধানমন্ত্রী মেলোনি একটি “ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম” গঠনের প্রস্তাব দেন, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতাকে নতুন মাত্রা দেবে।