
বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ফেনী জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, ছাগলনাইয়া উপজেলা শাখা। গত ২৩ সেপ্টেম্বর বিকেলে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন কোকো ক্রীড়া পরিষদ ছাগলনাইয়া শাখার আহ্বায়ক এইচ. এম. একরামুল হক রানা, সদস্য সচিব মো. আল জোবায়ের চৌধুরী জাবেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক আলী এবং যুগ্ম আহ্বায়ক শেখ আবু ছালেহ মাসুম পাটোয়ারী, মোশারফ হোসেন, মো. মহি উদ্দিন মামুন ভূঁঞা ও সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা গ্রহণ শেষে অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মানচিত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামী জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মতাদর্শ থাকা গণতন্ত্রের সৌন্দর্য। তবে দেশের স্বার্থে সব সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।”