স্পোর্টস ডেস্ক:
কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল ব্রাজিল। শুরুটাও হয়েছিল ঠিক স্বপ্নের মতো। টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মাত্র ২৫ মিনিটের মধ্যেই দুই গোল করে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যাচটি নিজেদের করে নেয় জাপান।
ফল — ব্রাজিল ২ : ৩ জাপান।
এই নিয়ে ১৪ বারের দেখায় প্রথমবারের মতো জাপানের কাছে হার মানলো ব্রাজিল। টোকিওর প্রায় ৪৪ হাজার দর্শকের সামনে আনচেলত্তির দলের এই হঠাৎ পতন ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শুরুতেই আধিপত্য ব্রাজিলের
ম্যাচের প্রথম দিকে ব্রাজিলকে কিছুটা লড়াই করতে হয় গতি ও পজিশন নেওয়ার ক্ষেত্রে। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচের তুলনায় এবার আনচেলত্তি দল বদল করে নামান। টেকনিক্যালি শক্তিশালী জাপান শুরু থেকেই খেলায় কৌশলগত নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, পাল্টা আক্রমণেই নির্ভর করে।
২১ মিনিটে মিনামিনোর শটে জাপান প্রথম বড় সুযোগ পেলেও, সেটি সামান্য মিস করে পোস্টের বাইরে দিয়ে যায়। সেখান থেকে নিজেদের গুছিয়ে নিয়ে ব্রাজিল প্রথম গোলের দেখা পায়।
২৫ মিনিটে ব্রুনো গিমারেস এবং লুকাস পাকেতার দারুণ ওয়ান-টু পাস থেকে বল পেয়ে পাওলো হেনরিক অভিষেক ম্যাচেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। ছয় মিনিট পর পাকেতার নিখুঁত চিপ পাস থেকে গ্যাব্রিয়েল মার্টিনেলি বল জালে জড়িয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-০। আধিপত্য নিয়েই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে অন্য রূপে জাপান
বিরতির পর মাঠে নেমেই যেন বদলে যায় সবকিছু। বল পায়ে আস্থা হারিয়ে ফেলে ব্রাজিল, মাঝমাঠে যেন ছন্দ হারিয়ে ফেলে আনচেলত্তির ছেলেরা।
৫১ মিনিটে ব্রুনোর ভুল পাসের সুযোগ নিয়ে গোল করেন মিনামিনো — স্কোর ২-১।
এরপর গিমারেস মাঠ ছাড়ার পর ব্রাজিলের মাঝমাঠ ভেঙে পড়ে। সেই সুযোগে ৬২ মিনিটে নাকামুরার শট ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ফাব্রিসিও ব্রুনো — সমতায় ফেরে জাপান।
শেষ ঝড়টা আসে কর্নার থেকে
৭১ মিনিটে কর্নার কিক থেকে আয়াসে উয়েদার শক্তিশালী হেড গোলরক্ষক হুগো সুজার গায়ে লেগে পোস্টে প্রবেশ করে। ৩-২ গোলে এগিয়ে যায় জাপান — যা আর ফেরত আনতে পারেনি আনচেলত্তির দল।
⚽ ফলাফল:
ব্রাজিল ২ – ৩ জাপান
📍 ম্যাচ ভেন্যু: টোকিও
👀 দর্শক উপস্থিতি: ৪৪,০০০+