নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের রোগমুক্তি কামনায় নোয়াখালীতে কোরআন মজিদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম তারেক-এর উদ্যোগে সদর উপজেলার মাদ্রাতুল ঈমান নোয়াখালী ও এতিম খানা, আল কারীম ইসলামীক রিচার্স সেন্টার,মধুসূদনপুর এতিমখানা ও মাদ্রাসাসহ বিশটি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন মজিদ তুলে দেওয়া হয়।
এ সময় তিনি জানান,
“দেশের দুই বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ত্যাগের মাসে শিক্ষার্থীদের হাতে আল-কোরআন তুলে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। কোরআনের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি অন্তরে—এটাই আমাদের প্রার্থনা।”
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অসুস্থ নেতৃবৃন্দের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।