নিজস্ব প্রতিবেদক: 
বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। শনিবার (২৯ নভেম্বর) সকালে নোয়াখালী-৪ আসনে (সদর-সুবর্ণচর) বিএনপি মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিয়ম সভায় সকলের কাছে দোয়া চান।

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রমাণ করছেন তিনিই আমাদের গণতন্ত্রের মানসকন্যা। তিনিই দেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছেন। তার অবদান যুগযুগ ধরে গণতন্ত্রকামী মানুষকে মনে রাখতে হবে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে স্বৈরাচার হাসিনা জেলে রেখেছেন। উনাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর রহমতে সকলের দোয়ায় সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি আমাদের ঐক্যের প্রতীক।

মোহাম্মদ শাহজাহান আরও বলেন, নোয়াখালী মানুষের প্রধান দাবী হচ্ছে নোয়াখালী বিভাগ, আমরা ইতিমধ্যে সেটি নিয়ে কাজ করছি। এছাড়াও নির্বাচনী এলাকার অবকাঠামো, সড়ক, জলবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতিকরণ, জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে আধুনিকায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইনসহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবদুর রহমান। এছাড়াও জেলার সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও বিএনপি জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।