গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবিক অভিযান — জোরালো আন্দোলন, গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থার মূল্যায়ন  

প্রান্তকণ্ঠ.কম  সমুদ্রবন্দরে বাধা ও মানবিক উদ্বেগ গ্লোবাল Sumud ফ্লোটিলা যুদ্ধপীড়িত গাজায় সরাসরি সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে পথে নামিয়েছিল মোট ৪২টি নৌকা ও কয়েকশ’ সক্রিয়কর্মী। শনিবার-রাতের মধ্যরাতে মার্কৃত “Marinette” নামের নৌকোকে গাজা উপকুল থেকে প্রায় ৪২.৫ নটিক্যাল মাইল দূরে আটক করা হয় এবং যাত্রীদের আটক করে আশদোৎ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে — […]